Friday 9th May 2025
Friday 9th May 2025

ভেদরগঞ্জ অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, ভেকুর মালিককে জরিমানা

ভেদরগঞ্জ অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, ভেকুর মালিককে জরিমানা
ভেদরগঞ্জ অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, ভেকুর মালিককে জরিমানা

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ৩ ড্রেজার ধ্বংস ও ১ ভেকু মেশিনকে জরিমানা করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় আরশীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর মহিষখালী গ্রামের ইউনুস মাঝি, রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামে নাইমুল মুন্সি ও সুমন দালাল এর ড্রেজার মেশিন, পাইপ ধ্বংস করা হয়। অপর দিকে ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও গ্রামে ভেকু দ্বারা মাটি কেটে ফসলী জমি নষ্ট করার সময় ভেকুর মালিক রুহুল আমিন ওঝাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম এ সকল অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, সরকারের সম্পদ রক্ষায় ও কৃষি জমি নষ্টের হাত রক্ষার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।