Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ঐতিহ্যের সুবাসে মনমাতানো জাতীয় পিঠা উৎসব

শরীয়তপুরে ঐতিহ্যের সুবাসে মনমাতানো জাতীয় পিঠা উৎসব
শরীয়তপুরে ঐতিহ্যের সুবাসে মনমাতানো জাতীয় পিঠা উৎসব

ঐতিহ্যবাহী পিঠার সুবাসে মনমাতানো তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে শরীয়তপুরে। জেলা শিল্পকলা একাডেমি মাঠে আয়োজিত এই উৎসবে সারাদেশ থেকে আসা বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠা সারিবদ্ধভাবে সাজানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে গান, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

পরিবার-পরিজন নিয়ে উৎসবে ভিড় জমিয়েছেন পিঠা প্রেমীরা। নানা রকমের ঐতিহ্যবাহী পিঠা যেমন – ভাপাপিঠা, দুধ-চিতই, পাটিসাপটা, ভাজাপিঠা, নকশি পিঠা, ইলিশ পিঠা, খেজুরের গুড়ের পিঠা, চিতই পিঠা, ভাতের পিঠা, লুচি, চিলা, বায়না, ইত্যাদি স্টলগুলোতে সাজানো হয়েছে।

এই উৎসবে শুধু পিঠা খাওয়াই নয়, পিঠা তৈরির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। স্থানীয় পিঠা শিল্পীদের তৈরি পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শরীয়তপুরের পিঠা প্রিয় লোকজনদের ভিড়ে মুখরিত উৎসব এলাকা। জেলা প্রশাসনের আয়োজনে এই পিঠা উৎসব চলবে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) পর্যন্ত।