
শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মো. মাহবুবুল আলম বলেন, গত ছয় মাসে জেলার অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।
তিনি বলেন, থানা পুলিশ কর্তৃক যদি কেউ হয়রানির শিকার হন, তাহলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ জানান।
সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং মতামত গ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |