
শরীয়তপুর নবযোগদানকৃত ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহাকে বরণ এবং চলতি দায়িত্ব থাকা উপপরিচালক মুহাম্মদ আশরাফ আলীর বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
৭ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
নবযোগদানকৃত শরীয়তপুর ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক ইতোপূর্বে তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড চিনি কলের ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা দৈনিক রুদ্রবার্তাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত আস্থা ও বিশ্বাস রাখেন। এছাড়াও বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারী অর্থে পরিচালিত মুসলিম বিশ্বের অন্যতম একটি বৃহৎ সংস্থা হিসেবে নন্দিত। এই জেলায় আমার প্রধান দায়িত্ব হচ্ছে, ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার করে সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, যৌতুক ও বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজারগন, মডেল ও সাধারণ কেয়ারটেকারগণ, গণশিক্ষার শিক্ষকগণ ও দারুল আরকাম প্রকল্পের শিক্ষকবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |