Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইউনিয়ন পরিষদ দ্বারাই দেশের উন্নয়নের চিত্র ফুটে ওঠে: শরীয়তপুর জেলা প্রশাসক

ইউনিয়ন পরিষদ দ্বারাই দেশের উন্নয়নের চিত্র ফুটে ওঠে: শরীয়তপুর জেলা প্রশাসক
ইউনিয়ন পরিষদ দ্বারাই দেশের উন্নয়নের চিত্র ফুটে ওঠে: শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেছেন ইউনিয়ন পরিষদের উন্নয়নই দেশের উন্নয়নের চিত্র ফুটে ওঠে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ জনগণের নিকট যে ভাবে পৌঁছতে পারে অন্য কোন সংস্থা বা প্রতিষ্ঠানের মানুষ এতটা সহজে পৌঁছতে পারেনা। তাই আপনাদের মানুষের সেবা করার সুযোগ অনেক বেশী। আপনারা এ সুযোগের সর্বোচ্চ সদ ব্যবহার করবেন। তাতে আল্লাহর রহমত ও মানুষের সন্তুষ্টি লাভ করতে পারবেন।
সোমবার (১২ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন ও পরবর্তী মতবিনিময় কালে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এসব কথা বলেন।
মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, ইউনিয়ন পরিষদের সচিব আলী আহম্মদ সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
এর পূর্বে জেলা প্রশাসক এই ইউনিয়নে অবস্থিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ১৮ নং দক্ষিণ মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশণ করেন।