
বিনা খরচে সরকারি ভাবে আইন সহায়তা কার্যক্রম তরান্বিত করতে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি রোববার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমারের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, এডভোকেট রাশেদুল হাসান মাসুম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ মোঃ সাদ্দাম হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, বেসরকারি সংস্থা নুসা’র প্রতিনিধি জয়দেব কুন্ডু, অনিক ঘটক চৌধুরী, এসডিএস প্রতিনিধি আমলা রানী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |