Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরের কাঁচিকাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ২৮ প্রার্থী

শরীয়তপুরের কাঁচিকাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ২৮ প্রার্থী
শরীয়তপুরের কাঁচিকাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ২৮ প্রার্থী

শরীয়তপুরের কাঁচিকাটা ইউপি নির্বাচনে ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে সর্বমোট ৪ জন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: নুরুল আমিন দেওয়ান, কাওসার মোল্লা, আব্দুল হাই খান, কামরুল হাওলাদার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: রুবায়েত হাসান ।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: রুবায়েত হাসান বলেন, অনেকটা উৎসব মূখর পরিবেশে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্ধারিত তারিখে যাচাই বাচাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ব দেয়া হবে। আগামী ৯ মার্চ কাঁচিকাটা ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।