
শরীয়তপুরে যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শরীয়তপুরে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাত বারোটার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম ও বীর মুক্তিযোদ্ধারা।
এ ছাড়াও শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তোপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন।
ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শ্রদ্ধা জানান
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |