Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শরীয়তপুরে যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শরীয়তপুরে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাত বারোটার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম ও বীর মুক্তিযোদ্ধারা।

এ ছাড়াও শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তোপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন।

ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শ্রদ্ধা জানান