
টানা কয়েকদিনের দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল শরীয়তপুর। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে শুরু হওয়া হঠাৎ এ বৃষ্টিতে খুশি শরীয়তপুরবাসী।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বিকেলে হঠাৎ তীব্র ধূলিঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। পরে মুষলধারায় চলে এই বৃষ্টি।
এতে ক্ষণিকের বৃষ্টির পরশে যেন একটু স্বস্তির নিশ্বাস ফেলে এ জেলার মানুষজন। এক পষলা এই স্বস্তির বৃষ্টিতে কেউ কেউ আনার ভিজে গোসল করেছে।
সাজ্জাদ মির নামের এক ব্যক্তি বলেন, সত্যিই এ বৃষ্টিটা স্বস্তির ও প্রশান্তির। মনে হলো এ এক পরম শান্তি।
গত কয়েক দিনে শরীয়তপুরে এত বেশি উত্তাপ ছিল, যা ক্রমান্বয়ে সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলেছিল। তীব্র তাপদাহের সঙ্গে লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন।
শরীয়তপুর সদর এর রেস্তোরাঁর মালিক নুরুজ্জামান ঢালী বলেন, সারাক্ষণ আগুনের মধ্যেই থাকা পরে আমাদের তারউপর এতো গরমে অতিষ্ঠ ছিলাম। আজ আল্লাহর এই রহমতের বৃষ্টিতে প্রশান্তি লাগছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |