
শরীয়তপুরের ভেদরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করায় এক স্বর্ণকারকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৮ এপ্রিল) সকালে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক সঞ্জয় রক্ষিত মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার বাসিন্দা মৃত হরি নারায়ন রক্ষিত এর ছেলে। সে সাজনপুর বাজারে স্বর্ণকারের একটি দোকান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টায় নিজের ফেসবুক একাউন্টের স্টোরিতে ইসলাম ধর্মের সুন্নতে খাৎনা নিয়ে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করে সঞ্জয় রহিত নামে ঐ ব্যাক্তি। ঐ মন্তব্যের স্কীনশর্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি অবগত হয়ে সঞ্জয় রহিতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।
জানতে চাইলে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এ ঘটনায় সঞ্জয় রহিত নামে একজনকে আটক করা হয়েছে। আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |