Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান (২৬) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার আংগারিয়া ৩নং ওয়ার্ডের সিঙ্গাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ওই এলাকার চান খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আসাদুজ্জামান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঝবাহ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান নামে অটোরিকশাচালকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।