
“মালিক শ্রমিক বিভেধ ভূলি, শ্রম দিয়ে দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ১লা মে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ১ লা মে সকাল ৯টায় শরীয়তপুর জেলা অটো বাইক ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এ সময় শরীয়তপুর জেলা অটো বাইক ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো: মোতালেব ঢালীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার, জেলা অটো বাইক ও সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ চুন্নু মাদবর, সাধারণ সম্পাদক ইউসুফ মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মৃধা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম পাহাড়সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের বিভিন্ন অধিকার ও দাবির কথা উল্লেখ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |