Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

শরীয়তপুরে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

“বিশ্ব বসতি দিবস: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা” শ্লোগানকে নিয়ে শরীয়তপুরে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামাল হোসেন, জেলা প্রবীণ হিতৈষী সংঘর সভাপতি ও জেলা সুশীল সমাজের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল।
সভার সভাপতিত্ব করেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর প্রমূখ উপস্থিত ছিলেন।