Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো : নাহিম রাজ্জাক এমপি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো : নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি বিশাল দল আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। তাই গোসাইরহাটসহ শরীয়তপুরের উন্নয়নে আমরা আওয়ামীলীগের সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো।
সোমবার দুপুরে জেলার গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে, উপজেলা প্রশাসনের আয়োজনে স্বনির্ভর শরীয়তপুরের অঙ্গীকারে নাহিম রাজ্জাক এমপি মতবিনিময় সভায় একথা বলেন। নাহিম রাজ্জাক আরো বলেন, গোসাইরহাটের উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে একসাথে সকলে মিলে কাজ করতে হবে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের বিদ্রোহী নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ।