Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর উপজেলার নব-নির্বাচিত পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার নব-নির্বাচিত পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার নব-নির্বাচিত পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, ভাইস চেয়ারম্যান ফারুক আমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জিন্নাত, উপজেলা প্রকৌশলী শাহ আলম মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিতলীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মক্তিযোদ্ধা মাহাবুব রাজ্জাক, ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চান মিয়া মাদবর, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম (জাহিদ ফকির), চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক মোল্যা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান ঢালী, পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নব-নির্বাচিত পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।