
তিন দিনের সরকারি সফরে ১৪ মে মঙ্গলবার শরীয়তপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ১৪ মে মঙ্গলবার ঢাকাস্থ বাসভবন থেকে যাত্রা করে শরীয়তপুরে তিন দিনের সফরে এসে নদী ভাঙ্গন এলাকা ও নির্মানিাধীন বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শণ ও বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহণ করে ১৬ মে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে শরীয়তপুর ত্যাগ করবেন। শরীয়তপুরে উপ-মন্ত্রী এনামুল হক শামীম এর তিন দিনের ভ্রমণসুচি:
আজ (১৪ মে, মঙ্গলবার) সকাল ৭ টায় ঢাকাস্থ ধানমন্ডির বাসভবন থেকে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকাল ৮ টা ৩০ মিনিটে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে যাত্রা (ফেরী যোগে) করবেন। সকাল ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে নড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ১০ টা ৩০ মিনিটে নড়িয়া বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসুচিতে যোগ দেবেন। পরে দুপুর ১২ টা ৩০ মিনিটে মুলফৎগঞ্জ নদী ভাঙ্গণ এলাকা ও নির্মানাধীন বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শণ করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মুলফৎগঞ্জ মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ আদায় শেষে দুপুর ২ টায় নড়িয়া মাতৃছায়ায় উপস্থিত হবেন। বিকেল ৫ টা ৩০ মিনিটে নড়িয়া শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। সবশেষে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে (পাইক বাড়ী, সখিপুর) অবস্থান ও রাত্রি যাপন করবেন।
১৫ মে বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে উপ-মন্ত্রীর প্রয়াত মা রতœগর্ভা বেগম আশ্রাফুন নেসা’র কবর জিয়ারত এবং প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯ টায় চরভাগা বেগম আশ্রাফুন নেসা হাশেম হাসপাতালে বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসুচিতে যোগদান করবেন। বিকাল ৫ টায় চরভাগা পাইকবাড়ী জামে মসজিদে প্রয়াত মা রতœগর্ভা বেগম আশ্রাফুন নেসার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও ইফতারে অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে (পাইক বাড়ী, সখিপুর) অবস্থান ও রাত্রি যাপন করবেন।
১৬ মে বৃহস্পতিবার সকাল ৮ টায় ঢাকার উদ্দেশ্যে পাইক বাড়ী, সখিপুর ত্যাগ করবেন। সকাল ৯ টায় কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা (ফেরি যোগে) হবেন। সকাল ১০ টায় মাওয়া ঘাটে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সবশেষে বেলা ১১ টা ৩০ মিনিটে ঢাকা বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হবেন।
উল্লেখ্য, উপ-মন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুর সফরকালে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |