Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সন্ধ্যায় শরীয়তপুর সার্কিট হাউজ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ^াস, পুলিশ সুপার আব্দুল মোমেন, লে: কর্ণেল নিশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, গোলাম হায়দার খান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রিফাতুল হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো. কামাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলার উপ-পরিচালক মো. ইদ্রিছসহ জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, কলেজ-মাদরাসার শিক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।