Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

শরীয়তপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

“টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস” এই শ্লোগানে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৮ মে) সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সদর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। সভায় স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর বিটিসিএল এর সহকারী প্রকৌশলী এম এ কুদ্দুস দেওয়ান। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।