Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

শরীয়তপুরে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

ইসলামী ব্যাংক বাংলাাদেশ লিমিটেড শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে “সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ” শীর্ষক আলোচনা এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) বিকালে শরীয়তপুর শহরের দুবাই প্লাজার দ্বিতীয় তলায় শাখা প্রাঙ্গনে এই আলোচনা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও বরিশাল জোনাল হেড আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল ও ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএভিপি ও শরীয়তপুর শাখা প্রধান মো. মাহমুদ হাসান এবং অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পালং উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক।
এ সময় বিভিন্ন সরকারী বেসকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।