
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মো. আলী আহম্মদ খান দীর্ঘদিন যাবত অসুস্থ। তার চিকিৎসার জন্য শরীয়তপুর জেলা প্রশাসক কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। রোববার (২০ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার তার অফিসে ৫০ হাজার টাকার চেক আলী আহম্মদ খানের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।