Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সখিপুর সরকার কা‌ন্দি ও আসামী কা‌ন্দি গ্রা‌মে ১৪৫ জন প‌রিবা‌র পেল বিদ্যুৎ

সখিপুর সরকার কা‌ন্দি ও আসামী কা‌ন্দি গ্রা‌মে ১৪৫ জন প‌রিবা‌র পেল বিদ্যুৎ

জেলার ভেদরগঞ্জ উপ‌জেলার স‌খিপুর থানার উত্তর তারাবু‌নিয়া ইউনিয়‌নের সরকার কা‌ন্দি ও আসামী কা‌ন্দি গ্রা‌মের ১৪৫টি প‌রিবা‌রের মা‌ঝ বিদ্যুৎ সং‌যোগ দেয়া হ‌য়ে‌ছে।

বুধবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উত্তর তারাবু‌নিয়া ইউনিয়‌নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গ‌ণে প্রধান অতি‌থি থে‌কে বিদ্যুৎ সং‌যোগ শুভ উদ্বোধন ক‌রেন কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম । উদ্বোধন কা‌লে পা‌নিসম্পদ উপমন্ত্রী ব‌লেন, আগাম‌ি ডি‌সেম্বরের ম‌ধ্যে সারা বাংলা‌দে‌শে প্র‌তি‌টি ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ পৌঁছে দে‌বে শেখ হাসিনার সরকার। এরই অংশ হি‌সে‌বে সরকার কা‌ন্দি ও আসামী কা‌ন্দি গ্রা‌মের ১৪৫টি প‌রিবা‌রে বিদ্যুৎ সং‌যোগ দেয়া হ‌য়ে‌ছে। তাতে ব্যয় হ‌য়ে‌ছে ৩০ লাখ টাকা ।

‌এ সময় ভেদরগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার মো. সা‌ব্বির আহ‌মেদ, ভেদরগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর মোল্যা, স‌খিপুর থানা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মা‌নিক সরকার, দ‌ক্ষিণ তারাবু‌নিয়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি নান্নু মাল, দ‌ক্ষিণ তারাবু‌নিয়া ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান শাহাজালাল মাল, চর‌সেনসাস ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান জিতু মিয়া ব্যাপারী, উত্তর তারাবু‌নিয়া ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান মো. ইউনুস সরকারসহ বি‌ভিন্ন ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলী‌গের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন ।