
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ কোতোয়াল, সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল, হোসেনে আরা শাপলা, শরীয়তপুর জজকোর্টের জি.পি অ্যাড. আলমগীর মুন্সী ও পি.পি অ্যাড. মির্জা মো. হজরত আলী। এছাড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান, চিতলীয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, রুদ্রকর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার খান, আব্দুর রাজ্জাক সরদার, জানে আলম মুন্সী, যুবলীগ নেতা গোলাম মোস্তফা সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব খন্দকার মাওলানা শহীদুল্লাহ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |