
শরীয়তপুরে ব্রাক আঞ্চলিক কার্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৩ মে বিকেলে শরীয়তপুর ব্রাক রিজিওয়াল অফিসে ব্রাক আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শরীয়তপুর সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মামুনুর রশিদ, ব্রাকের জেলা কর্মকর্তা জিয়াউদ্দিন, জহুরুল ইসলামসহ ব্রাকের কর্মকর্তা ও কর্মচারী, এ্যাডভোকেট, সাংবাদিক প্রমূখ।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন, পূর্ব কাশাভোগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাছির উদ্দিন ফরিদপুরী।
দোয়া ও মাহফিলে সরকারের সাথে ব্রাক সমন্বয় করে যেসব সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করছে তা যেন আরও দৃঢ় হয়, তার জন্য দোয়া করা হয়। এছাড়াও ব্রাকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ কামনার্থেও দোয়া করা হয়।