Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে নিসচা’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরে নিসচা’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে রোববার বিকাল ৬টায় নিসচা’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিসচা’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এমএ ওয়াদুদ মিয়া, নিসচা’র শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা আহসান উল্লাহ ইসমাইলী, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী তার বক্তব্যে বলেন, ১০ বছর ধরে শরীয়তপুরে আমরা নিরাপদ সড়কের আন্দোলন করে আসছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিচার বিশ্লেষনে বর্তমানে শরীয়তপুরের অবস্থা সন্তোষ জনক। আমাদের চেষ্টা এ অবস্থায় আসতে সহায়তা করেছে। আমরা আগামীতে আরও সুন্দরভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। সেই লক্ষে আমাদের সকলকে আন্তরিক হতে হবে।