
গ্রামীন শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পের উপর হতে সকল কর সম্পূর্ন প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুর জেলা বিড়ি ভোক্তা সমিতি। সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে শরীয়তপুর, কার্তিকপুর-সখিপুর সড়কের চরভাগা পানি সম্পদ মন্ত্রনলয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৃহত্তর শরীয়তপুর অঞ্চলের বিড়ি ভোক্তাপক্ষ সভাপতি মো. আবু কালাম, সাধারণ সম্পাদক মানজেদ, সদস্য হাবিব, মজিবর, রাসেল আহম্মেদ, আল আমিন, মামুন কাজী প্রমূখ।
বক্তারা বলেন, বিড়ি শিল্প ফ্যাক্টরীগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ফ্যাক্টরীতে উৎপাদিত বিড়ি, গরীব শ্রমজীবী মানুষ ধুমপান করে। এছাড়া গ্রামের নারী শ্রমিকরা বিড়ি ফ্যাক্টরীতে কাজ করে সাবলম্বী হচ্ছে। দরিদ্র শ্রমিকদের ও লক্ষ লক্ষ বিড়ি ধুমপায়িদের স্বার্থে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর কর না আরোপ করে, বঙ্গবন্ধুর ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মো. কাইয়ুম এর মাধ্যমে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনলয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |