
ভেদরগঞ্জ উপজেলার মহিষার ও ছয়গাও ইউনিয়নে কৃষকদের ঘরে ঘরে যেয়ে ধান ক্রয় করলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। উপজেলার ২টি ইউনিয়ন থেকে প্রায় ১৫ টন ধান ক্রয় করেন তিনি। ধানের ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। বর্তমান সরকারের প্রতি কৃষকরা উদাত্ত আহ্বান জানায়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মহিষার ও ১২ টার দিকে ছয়গাও ইউনিয়নে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন। কৃষকরা বলে ধানের দাম আর যাতে না কমে সেটাই কাম্য করে তারা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষকদের মাঝে এইরকম সব সময় হাসি থাকবে আমি আশাবাদী। ধানের দাম বৃদ্ধি পেলে দারিদ্র্য কৃষকরা ভালোভবে পরিবার নিয়ে বেঁচে থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |