Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর রক্তের সন্ধান সংগঠন সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেছে

শরীয়তপুর রক্তের সন্ধান সংগঠন সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেছে

আসন্ন ঈদুর ফিতরকে সামনে রেখে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে রক্তের সন্ধানে শরীয়তপুর সংগঠন এর পক্ষ থেকে ঈদের জামা বিতরণ করা হয়।
২৮ মে (মঙ্গলবার) শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট ভবনে বিকাল ৩ টায় শিশু বৃদ্ধ সহ ২১ জনের হাতে ঈদের জামাকাপড় তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে নতুন জামা পেয়ে অনাথ শিশুদের আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
রক্তের সন্ধানে শরীয়তপুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাহরিয়ার ইমন বলেন আপনারা সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করুন। আপনি ভালো থাকুন, আপনার আশেপাশের সুবিধা বঞ্চিতদের ভালো রাখুন।
সংগঠনের সাধারন সম্পাদক শামিম আহমেদ রেজা বলেন, ঈদের আনন্দ সুবিধা বঞ্চিতদের সাথে আমাদের রক্তের সন্ধানে শরীয়তপুর পরিবার ভাগাভাগি করে নিলাম।
রক্তের সন্ধানে শরীয়তপুর সংগঠনের প্রধান কাজ হলো তারা বিভিন্ন রোগীদের রক্ত দিয়ে সাহায্য করা। এই সংগঠনের সদস্যরা রোগীদের রক্তদান করে থাকে এবং সেই সাথে বিভিন্ন সমাজসেবা ও উন্নয়ন মূলক কাজও করে থাকে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।