
শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার সখিপুর থানায় মো. আবুল কালাম কালু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। আজ এসআই শিব শংকর বণিক, এএসআই আমির হোসেন ও তাদের সহযোগী ফোর্সসহ থানার ডিএমখালি ইউনিয়নের হকপুর এলাকার একটি সেতুর ওপর থেকে তাকে ১১ পিস ইয়াবাসহ আটক করেন।
আটক মো. আবুল কালাম কালু সখিপুর থানার আলালপুর হাফেজ মাস্টারের কান্দি গ্রামের মফিজল মোল্যার ছেলে। সে দীর্ঘদিন ধরে সখিপুর থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলেও জানিয়েছে পুলিশ।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ডিএমখালি ইউনিয়নের হকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১১ পিস ইয়াবাসহ কালুকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।