
রামভদ্রপুর বিত্তশালীদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করলেন ভেদেরগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান হাওলাদার। পৌরসভার বাহিরে রামভদ্রপুর ইউনিয়নে ৫শত ২০ পরিবারের মাঝে তিনি এ ঈদ সামগ্রী সহায়তা দিয়েছেন।
শনিবার (২৩ মে) সকালে স্থানীয় রামভদ্রপুর রেবতী মহোন উচ্চ বিদ্যালয়ের মাঠে শারীরীক দূরত্ব নিশ্চিত করে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী সালাউদ্দিন মাদবর, ইতালি আব্দুর রাজ্জাক স্মৃতিসোধের সভাপতি শেখ রাসেদ আহম্মেদসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র আব্দুল মান্নান হাওলাদার বলেন, আমরা করোনা সংকটের শুরু থেকেই ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সরকারী ভাবে বরাদ্ধকৃত ত্রাণ বিতরণের পাশাপাশি পৌর তহবিল ও পৌরসভার জনপ্রতিনিধি কর্মকর্তা কর্মচারীদের পক্ষথেকে এর আগে আমরা ত্রাণ বিতরণ করেছি। আজ আমরা রামভদ্রপুর বিত্তশালীদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করছি। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে আমরা এ দুর্যোগপূর্ণ মুহুর্তে সাধারণ মানুষের পাশে রয়েছি। একজন মানুষও ক্ষুধায় কষ্ট পাবেনা। আমরা তাদের পাশে আছি।
ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত বক্তরা বলেন এটা একটা ভাল কাজ, করোনা বিপর্যয়ের সময় মানুষ ঘর বন্দী হয়ে পড়েছে, তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রামভদ্রপুর বিত্তশালীরা, তাদের মত সমাজে যারা বিত্তশালী আছে তাদের এসময় পাশে থাকা একান্ত প্রয়োজন। ঈদ সামগ্রী পেয়ে খুশি ছিন্নমুল মানুষেরা।