বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা

ইউএনও’র উপর হামলার প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে মানববন্ধন

ইউএনও’র উপর হামলার প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে মানববন্ধন

শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় ৬ সেপ্টেম্বর রবিবার বেল ১১ টায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার জন্মদাতা পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর হামলার প্রতিবাদে ভেদেরগঞ্জ উপজেলার সামনে শরীয়তপুর-চাদঁপুর মহাসড়কে মানববন্ধন করেছে, ভেদেরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও তার সন্তাননেরা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ ও তার সন্তানেরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবী হামলাকারীদের গ্রেফতার করে, বিচারের কাঠগড়ায় প্রকৃত অপরাধি ফাসি হয়।

এ সময় উপস্থিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেদেরগঞ্জ উপজেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান রাড়ি, ভেদেরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা তোফাজেল হোসেন মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভাষানী, মুক্তিযোদ্ধা সন্তান ও শরীয়তপুর জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাধারন সম্পাদক এবং বাংলাভিষনের প্রতিনিধি শহিদুজ্জান, মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের জেলার সহসভাপতি ফারুক আলম রাড়ি, ভেদেরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি রাশেদুজ্জান সুমন, সাংগঠনিক সম্পাদক রুবেল হাং ও শামীম আজাদ প্রমুখ।


error: Content is protected !!