
শরীয়তপুর-চাঁদপুর মহসড়কে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ইসারাত শেখ (৩০) আহত হয়েছেন। শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের ০৯নং ওয়ার্ড পাপড়াইল এলাকায় শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুর ২ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ইসারাতকে খুলনা বিভাগীয় মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, রড ভর্তি একটি ট্রাক যাচ্ছিলো চিটাগাং থেকে খুলনা শহরে অপরটি যাচ্ছিলো খুলনা থেকে চিটাগাং শহরে। সংঘর্ষে একটি ট্রাক খাদে পরে যায়। ফলে তিব্র যানজটের সৃষ্টি হয়।
পরে দুর্ঘটনাস্থলে গিয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ ও ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্ত গাড়ি অপসারণ ও দুই পাশে যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তারা জানান, উদ্ধারের পর গাড়ি দুটি থানায় আটক থাকবে।