
‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ভেদরগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ মার্চ “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস্ সালাম ও সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈয়াল ২৪ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিকে প্রতিটি ইউনিয়নে এই কমিটি গঠনের জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ভেদরগঞ্জ উপজেলা শাখার অনুমোদিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: রাশেদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: আলী নেওয়াজ।
এছাড়া ‘‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” ভেদরগঞ্জ উপজেলার এ পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, আব্দুল শফুর ফরিদী কবিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুল করিম মেনন, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, প্রকল্প, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক হোসনে আরা, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক শারমিন জাহান হেনা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দোলন, আইন ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক মো: আল-আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক তৃষ্ণা মোড়ল, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক সালমা নাসরিন, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান তালুকদার, যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আলমগীর ঢালী, সম্মানিত সদস্য হিসেবে মোহাম্মদ মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মো: জানে আলম, জেরিন শেখ ও মো: মোবারক হোসেন গাজীকে নির্বাচিত করা হয়েছে।