সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ৫ প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

শরীয়তপুরে ৫ প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

শরীয়তপুর জেলার বিভিন্ন বাজার মনিটরিং করার সময় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রোববার ৪ অক্টোবর শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার বালার বাজার ও কাশিমপুর বাজারে পরিচালিত এই অভিযানে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ঔষধের দোকান, খাবার হোটেল ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়।

এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ৫ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!