শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

ভেদরগঞ্জে গাঁজাসহ সেলিম শেখ গ্রেফতার

ভেদরগঞ্জে গাঁজাসহ সেলিম শেখ গ্রেফতার

শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযানে ২ কেজি গাঁজাসহ সেলিম শেখ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার চর কুরালতলী মৃধাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম শেখ (৪৫) মহিষার গ্রামের মৃত আলী বক্স শেখের ছেলে।

ভেদরগঞ্জ থানা পুলিশ জানায়, ভেদরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আসামী সেলিম শেখ (৪৫)কে ২ কেজি গাঁজাসহ ভেদরগঞ্জ থানাধীন চর কুরালতলী মৃধাকান্দি সাকিনস্থ জনৈক মানিক হাওলাদারের প্রজেক্টের মেইন গেইটের সামনের পাঁকা রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


error: Content is protected !!