
শরীয়তপুর জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার-এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো: পারভেজ হাসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে পারভীন হক সিকদার-এর পক্ষ এক প্রতিনিধি দল জেলা প্রশাসককে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় পারভীন হক সিকদার এমপি ফোনালাপের মাধ্যমে নবাগত জেলা প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পারভীন হক সিকদার-এর সহকারী এম এম রাকিবুল হাসান, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আজাদ সিকদার, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠণের সাধারণ সম্পাদক শাহআলম খান, জেলা ছাত্রলীগ নেতা রাকিব হাসান, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন রাড়ী, উপজেলা ছাত্রলীগ নেতা রাতেকুল ইসলাম প্রমূখ।