
শরীয়তপুরের ভেদরগঞ্জ’র পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২ জন জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য প্রশাসন। এ সময় ১টি স্পীড বোট, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল সহ ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
শনিবার ২৪ অক্টোবর দুপুর ২ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আটককৃতদে মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ও বাকি জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।