Friday 9th May 2025
Friday 9th May 2025

দক্ষিন তারাবুনিয়ায় জেলা প্রশাসকের গণ-শুনানি

দক্ষিন তারাবুনিয়ায় জেলা প্রশাসকের গণ-শুনানি
দক্ষিন তারাবুনিয়ায় জেলা প্রশাসকের গণ-শুনানি

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা শ্লোগানে ১৪ সেপ্টেম্বর বুধবার ১১৭ নং দক্ষিন তারাবুনিয়া সরকার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “শরীয়তপুর মনোহর বাজার – ইব্রাহিমপুর (নরসিংহপুর), ভেদরগঞ্জ ফেরীঘাট পর্যন্ত ৪ লেন ” রাস্তার কাজের জমি অধিগ্রহণে ৮০ নং তারাবুনিয়া মৌজার ০৫/২০১৯-২০ এল.এ কেসের ভূমি সেবা সহজীকরণ ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে ” গণ-শুনানি ও চেকবিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত গণ-শুনানিতে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান। এ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ বিভিন্ন বিষয় নিয়ে জেলাপ্রশাসক মহোদয়কে প্রশ্ন ও অভিযোগ করেন এবং জেলাপ্রশাসক সেগুলোর তাৎক্ষনিক উত্তর দেন ও অভিযোগ নিষ্পত্তি করেন। Service at door step এর এ যেন এক উজ্জ্বল উদাহরণ।এ রকম গণ- শুনানীর ফলে জনসাধারণ খুব সহজেই তাদের অভিযোগ, অনুযোগ জেলাপ্রশাসকের নিকট প্রকাশ করতে পারেন এবং বহু বিষয়ে সহজেই সমাধান পেতে পারেন।