
দেশব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে ডামুড্যা পৌরসভায় র্যালী উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার ১লা জুলাই বেলা ১১ টায় ডামুড্যা পৌরসভার আয়োজনে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে এ র্যালী, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদযাপন করা হয়েছে।
ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলার নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, ডামুড্যা পৌরসভার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোবারক হোসেন, ডামুড্যা পৌরসভার সচিব রকিবুল হাসান, ডামুড্যা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ চুন্নু ঢালী, ডামুড্যা ২নং ওয়ার্ডের কাউন্সিলর লোকমান হোসেন রাড়ী, ডামুড্যা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জসীমউদ্দীন মিটল, ডামুড্যা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাচ্চু মাদবর, ডামুড্যা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মাদবর, ডামুড্যা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্চু, ডামুড্যা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার মাদবর, ডামুড্যা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর সিকদার, ডামুড্যা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসীম উদ্দিন সাগর ও পৌরসভার কর্মচারীসহ অনেকে।
মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে মেয়র বলেন, পৌরসভার জনগণ যাতে নিবিঘেœ ও নিরাপদে বসবাস করতে পারে এজন্য আমরা ফ্রগ মেশিনের মাধ্যমে ঔষধ পৌরসভার বিভিন্ন জায়গায় দেওয়ার ব্যবস্থা করেছি। বিশেষ করে হাসপাতাল, বাজারঘাট, স্কুল-কলেজসহ পৌরসভার আনাচে কানাচে এ অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |