
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ২৬ নভেম্বর দুপুরে একটি ‘মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
গণপূর্ত অধিদপ্তরের অধিনে সরকার দেশ ব্যাপি ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে ডামুড্যা উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২৬ নভেম্বর দুপুর এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, সহকারী কমিশনার ভুমী আবদুলাহ-আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মোল্লা সহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরকার দেশ ব্যাপি জেলা-উপজেলায় ৫৬০টি ‘মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ আ’লীগ সরকার। ৩ তলা ভীত বিশিষ্ট আরসিসি ফ্রেমের এ আধুনিক ভবনটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৮ লক্ষ টাকা। নির্মাণ কাজের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাস।