Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় থেমে নেই অসহায়দের প্রতি সহযোগিতার হাত

ডামুড্যায় থেমে নেই অসহায়দের প্রতি সহযোগিতার হাত

শরীয়তপুরে মানবতাবাদী হয়ে উঠেছেন ডামুড্যা উপজেলার যুবলীগ নেতারা।

কোভিট-১৯ করোনা প্রাদুর্ভাবে বিপাকে পড়ে যায় কৃষকরা। কৃষাণ সংকটে পড়ে থাকে বাম্পার ফলন। ঠিক তখন থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা।

কৃষাণ না হয়েও কৃষকের ধান মাথায় তুলে নেন শরীয়তপুর ডামুড্যা উপজেলার যুবলীগ নেতারা।

উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তার এর নেতৃত্ব ০৯ মে শনিবার সকাল ৭ থেকে দুপুর ১ টা পর্যন্ত ডামুড্যা উপজেলার ধানকাঠী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এর মনোয়ার হোসেন পেদা ও ২ নং ওয়ার্ডের বাহেরচর গ্রামে ইমান হোসেন সরদার এর ধান কেটে দিয়ে কৃষকের বাড়িতে পৌঁছে দিলেন এই মানবিক নেতারা।

ধান ক্ষেত থেকে বাড়ির দুরত্ব ৩০০ মিটারের বেশি পথ হওয়ায়ও থেমে ছিল না পৌঁছে দেয়া ধান। এর আগেও একাধিকবার ধান কেটে দিয়েছেন এই নেতারা।

তাদের এ কর্মযজ্ঞে প্রসংশিত ও আস্থা অর্জন করে নিয়েছেন কৃষক সহ স্থানীয় মানুষদের নিকট।

ধান কাটা নিয়ে নেতারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং এ কাজ অব্যাহত থাকবে।