
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রয়াত প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এর সুযোগ্য ও ডামুড্যার কৃতিসন্তান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল আউয়াল সুমন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ডামুড্যা উপজেলা প্রেসক্লাব।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডামুড্যা শাখায় আব্দুল আউয়াল সুমনকে ডামুড্যা প্রেসক্লাবের পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, মোঃ ইউনুছ মিয়া, এস ইও এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ডামুড্যা শাখার সহকারী শাখা ব্যবস্থাপক, প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক মিতালী সিকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব আলম সিকদার প্রমুখ।
নবনিযুক্ত পরিচালক আব্দুল আউয়াল সুমন প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং সাংবাদিকদের প্রতি আশা প্রকাশ করে বলেন ডামুড্যা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও গঠনমূলক সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |