Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ডামুড্যায় মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের রমজানের পবিত্র রক্ষায় বর্ণাঢ্য র‌্যালী

ডামুড্যায় মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের রমজানের পবিত্র রক্ষায় বর্ণাঢ্য র‌্যালী

রমজানের পবিত্রতা রক্ষায় ডামুড্যায় মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে স্বাগত বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বাদ আছর ডামুড্যা কাঠপট্টি জামে মসজিদ থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রেখে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, মাহে রমজান আল্লাহভীতি অর্জনের মাস। তাই এই মাসে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনাকে সরকারী উদ্যোগে বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রমজান মাস আল্লাহের নৈকট্য হাসিলের মাস। এই মাসে কতিপয় অসাধু ব্যবসায়ী কৃর্তক নিত্যপন্যের মুল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ নিতে হবে। এ মাসের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্তোরা বন্ধ রেখে প্রকাশ্য পানাহার বন্ধ করতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, রাকিব হোসেন, হাফেজ ইমাম হোসেন সহ বিভিন্ন মাদরাসা ও কলেজের কয়েকশত ছাত্ররা।