
শরীয়তপুরের সবচেয়ে পুরোনো ও প্রথম কলেজ সরকারি পূর্ব মাদারীপুর কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি আব্দুর রাজ্জাক কলেজ’ নামে নামকরণ করে অনুমোদন দিয়েছে সরকার।
রবিবার ৩১ অক্টোবর ‘সরকারি পূর্ব মাদারীপুর কলেজের’ নাম ‘সরকারি আব্দুর রাজ্জাক কলেজ’ নামে নামকরণ করা হয়েছে। আব্দুর রাজ্জাকের নামে কলেজের নতুন নামকরণের সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে কলেজটির অধ্যক্ষ মো. জহির উল্লাহ বলেন, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের নাম প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক সরকারি কলেজ হিসেবে অনুমোদন পেয়েছে। এজন্য আমি বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা করছি শরীয়তপুর-৩ আসনের সংসদ-সদস্য নাহিম রাজ্জাকের প্রতি। তিনি বলেন, পূর্ব মাদারীপুর কলেজের অবস্থান ডামুড্যা উপজেলাতে কিন্তু নামে পূর্ব মাদারীপুর থাকায় এতদিন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতো এখন আর তা হবে না।
ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি বলেন, পূর্ব মাদারীপুর কলেজ এ জেলার সর্বপ্রথম কলেজ। এ কলেজটি এমপি নাহিম রাজ্জাকের প্রচেষ্টায় জাতীয়করণ করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের সংসদ-সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শরীয়তপুর জেলাধীন ডামুড্যা উপজেলার ‘সরকারি পূর্ব মাদারীপুর কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘সরকারি আব্দুর রাজ্জাক কলেজ’ এর নামকরণ করার প্রাথমিক অনুমোদন দেওয়ায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |