
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।
ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মায়েরা, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।