
শরীয়তপুরের ডামুড্যায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের চর শিধলকুড়া গ্রাম থেকে গাঁজাসহ ইদ্রিস হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাজাসহ আটক করেছে ডামুড্যা থানা পুলিশ। আসামি ইদ্রিস হাওলাদার (২২) শিধলকুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন হাওলাদার এর ছেলে।সোমবার (৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৮ টার দিকে শরীয়তপুর পুলিশ সুপারের নির্দেশনায় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এর তত্বাবধানে এসআই সুরুজ্জামান এর নেতৃত্ব এসআই অমল, এএসআই মুকুল মোল্লা সঙ্গীয় ফের্সসহ মাদক উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ইদ্রিস হাওলাদার (২২) গাঁজা নিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্ঠা করে। পুলিশ তার পিছনে ধাওয়া করে গাঁজা সহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে ডামুড্যা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তার ব্যাপক কুখ্যাতি রয়েছে যা নানামহলে আলোচনা আছে। তার বিরুদ্ধে এই মামলা ছাড়াও দুইটি মাদক মামলা রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |