
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আগামী ৯ অক্টোবর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৬ নভেম্বর সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সরকারী কমিশনার ভূমি সবিতা সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান আগামী ৯ নভেম্বর এক দিনব্যাপী ডিজিটাল ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ স্টল নিয়ে অংশ গ্রহণ করবে।