Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ডামুড্যায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
ডামুড্যায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ২ টি কেন্দ্রে ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এ উপজেলার ২ টি কলেজ, ১টি মাদ্রাসার ও কারিগরি শাখার মোট ৬০০ জন পরীক্ষার্থী রয়েছে। ২ কেন্দ্রের ৩ টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

৬ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর। এ পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, আজ ৬ নভেম্বর সারাদেশের সাথে এই উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।