
শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গণে মেলায় আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন, জমির খতিয়ান ডিজিটাল মাধ্যমে সকালে আবেদন করলে বিকেলে পাবেন। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, দালালমুক্ত হয়রানি মুক্ত ভাবে ডিজিটাল মাধ্যমে আমরা সেবা দিচ্ছি।
আনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালের সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন।
সেই লক্ষ্যে পৌঁছাতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের ভিজিটর প্রযুক্তি ব্যবহারের মধ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হবে। একটা সময় পুরো কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হবে। এবং বেশ কিছু জায়গায় পরীক্ষামূলক করা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |