Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় কৃষাণী সমাবেশ, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না

ডামুড্যায় কৃষাণী সমাবেশ, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না
ডামুড্যায় কৃষাণী সমাবেশ, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষে ডামুড্যায় কৃষনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বর বিকাল ৩ টার সময় ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মঠেরহাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কীভাবে পতিত জমি ও প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন,বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন জায়গায় পতিত জমি গুলোকে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শাক-সবজি বা ফলমূল চাষাবাদের মধ্য দিয়ে সকল জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাতে হবে। আমরা যদি জাতির জনকের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদের সকলকে একত্রে কাজ করে কৃষিতে বিপ্লব সাধন করতে হবে।