
ব্যাপক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন মাল এর সভাপতিত্বে ও দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী জাহাঙ্গীর আলম, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন মাল, সাধারন সম্পাদক মাহাবুব মিজি, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মাহাবুব আলম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন।